এবার মন্দির বিতর্কে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

Spread the love

মন্দির বিতর্ক নিয়ে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা বেশ চাপে। ২ টি পুরোহিত সংগঠন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে। দ্য ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি ও উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে উর্বশীর বক্তব্য। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা বলেন, বদ্রীনাথ মন্দিরের কাছেই রয়েছে ঊর্বশী মন্দির। বদ্রীনাথ যদি কেউ যান অবশ্যই যেন পাশের ঊর্বশী মন্দিরের একবার যান।

উত্তরাখণ্ডে ঊর্বশী মন্দির রয়েছে, তবে সেটা বামনি গ্রামে। সেখানেই অগণিত ভক্ত ভিড় জমান। দেবীকে নিয়ে রসিকতা করেন ভক্তরা। তাতেই রেগে যায় পুরোহিতরা।

এরপরেই বেশ চাপে পড়েন উর্বশী। আইনি পদক্ষেপ নিতে পুরোহিতরা অগ্রসর। উর্বশীর টিমের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের তার নামে একটি মন্দির আছে। তিনি এটা বলেননি যে সেই মন্দিরের নাম ঊর্বশী রাউতেলা মন্দির। সবাই শুধুমাত্র উর্বশী এবং মন্দির শব্দ দুটি শুনেছে। আর কথা ঠিক করে কেউ বোঝেনি। তাই মতামত দেওয়ার আগে আরো একবার ভিডিওটি দেখে নেওয়ার কথা জানিয়েছে ঊর্বশীর টিম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *