সম্প্রতি যশ নুসরাত – এর ছবি “আড়ি” মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সামলেছেন যশ নুসরাত।
যশের সাথে নুসরাতের সম্পর্ক নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। কিন্তু কোন সমালোচনাকে এই গুরুত্ব দেননি তারা। সম্প্রতি নুসরাত তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছেন “আড়ি” কোন কোন প্রেক্ষাগৃহে চলছে। সাথে লিখেছেন, “নিচে নামানোর জন্য কেউ যদি কিছু বলে থাকে তাতে কিছু যায় আসে না। কাজের প্রতি সততা সব সময় বাঙালির মন জয় করে। চমৎকার প্রতিক্রিয়া। অত্যন্ত কৃতজ্ঞ।”
ছবিতে যশ নুসরাত ছাড়াও রয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়। এর আগে মৌসুমী কাজ করেছে ২০১৩ সালে অপর্ণা সেনের ছবি “গয়নার বাক্স”তে। প্রায় ১২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন তিনি। মা ও ছেলের দুষ্টু মিষ্টি গল্প নিয়েই তৈরি হয়েছে “আড়ি”। বিশেষ ভূমিকায় রয়েছেন নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক। ছবিতে আইটেম সং করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।