খাস কলকাতায় প্রৌঢ় দম্পতিকে নিগ্রহের অভিযোগ। গড়িয়া স্টেশন এলাকার বাসিন্দা দম্পতি। কেয়ারটেকারের কাজ করেন। আবাসনের গেট এবং মিটার বক্সের চাবি নিয়ে শুরু হয় গন্ডগোল ।
ষাটোর্ধ্ব দম্পতিকে বের করে দেওয়ার অভিযোগ। তারা দুজন সুন্দরবন গোসবার কুমির মারি গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১২ বছর গড়িয়ার একটি অ্যাপার্টমেন্টে কাজ করছেন। ঘটনায় হস্তক্ষেপ নরেন্দ্রপুর থানার।
অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী অবশ্য পুলিশের নির্দেশে সেখানেই দম্পতির থাকার ব্যবস্থা করেন। রাস্তার পাশে টিনের ছাউনির নিচে আশ্রয়ে তারা।