১৫ বছর। ব্রিজে রেলিং নেই। সেই ব্রিজেই দুর্ঘটনা। প্রৌঢ়ের মৃত্যু। উত্তেজনা হুগলির আরামবাগের চুনাইটে। ব্রিজের রেলিং তৈরির দাবি আগে একাধিকবার উঠেছিল। আর এবার মৃত প্রৌঢ়ের দেহ রাস্তায় রেখে পথ অবরোধ ও বিক্ষোভ। প্রতিবাদ এবং দাবি তুলে সরব হন মৃতের পরিবার সহ এলাকার মানুষ। এদিন বিকেলে চুনাইট বাসস্ট্যান্ডে দেহ রেখে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৫ বছর ধরে ওই ব্রিজ একই অবস্থায় রয়েছে। কোনওরকম উদ্যোগ নেওয়া হয়নি। জানা গেছে, বলাইচকের বাসিন্দা সুশান্ত ছাতি।
শনিবার রাতে সাইকেল নিয়ে বলাইচকে কালীপুজো দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা। চুনাইট ব্রিজ পার হওয়ার সময় একটি মারুতি সাইকেলে ধাক্কা মারে। সুশান্ত ছিটকে ব্রিজের নীচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।