কমলা সতর্কতা চীনের বেজিং শহরে, ৫০ কেজির কম ওজনের মানুষকে ঘরে থাকা নির্দেশ

Spread the love

আগামী কয়েক দিন উত্তর চীনে টাইফুনের ঝড়ো বাতাস বইবে। সেই কারণেই বেজিং সহ বেশ কয়েকটি শহরে সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০ কেজির কম ওজনের মানুষ যেন ঘরের বাইরে না বের হন।

ইতিমধ্যেই চীনের বেজিং শহরের কমলা সর্তকতা জারি হয়েছে। এর আগে ১৯৫১ সালে এরকম ঝড় দেখতে পেয়েছিল উত্তর চীন। ইতিমধ্যেই ৪০০ উড়ান বাতিল হয়েছে বেজিংয়ে।

প্রচুর গাছ ভেঙে পড়েছে। জনজীবন বিপর্যস্ত। মানুষকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। ঝড় আসার আগে প্রায় ৫ হাজার গাছ ছেঁটে ছোট করে দিতে বলা হয়েছে।

গত দশ বছরে এমন ঝড় বেজিং এ হয়নি। চীনের আরেক শহর সাংহাইতে ধুলিঝড়ের সম্ভাবনা রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *