ভেজ খাবার নবরাত্রিতে অর্ডার করে পেলেন ননভেজ খাবার, সুইগির বিরুদ্ধে এমনটাই অভিযোগ এক খদ্দেরের

Spread the love

সুইগির নামে অভিযোগ করেছেন এক মহিলা। নাম ছায়া শর্মা। নবরাত্রি চলাকালীন তিনি অর্ডার করেছিলেন ভেজ বিরিয়ানি। তিনি সম্পূর্ণ নিরামিষাসী। ছুঁয়েও দেখেন না আমিষ। কিন্তু নবরাত্রিতে সুইগিতে অর্ডার করা খাবার মুখে তুলেই বুঝতে পারেন এটা ভেজ নয়, ননভেজ বিরিয়ানি।

অভিযোগকারী পুরো ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ রেস্টুরেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করেছেন নয়ডার ছায়া শর্মা বলেছেন, খাবারটা এসেছিল লখনউই কাবাব পরন্থ নামক রেস্টুরেন্ট থেকে। এটি আম্রপালী লেজার ভ্যালি এ অবস্থিত। তিনি দাবি করেছেন ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে। এরপর ছায়া শর্মা বারবার রেস্টুরেন্টে ফোন করলেও কেউ তার ফোন ধরেনি। ঘটনাটির তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *