ত্রিনিদাদ ও টোবাগোতে দেশি সংস্কৃতির স্বাদ নিলেন মোদি, ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর আতিথ্যে ভোজ

Spread the love

ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়ে দেশি সংস্কৃতির অপূর্ব স্বাদ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী কামলা পারসাদ বিসেসরের আমন্ত্রণে এক ঐতিহ্যবাহী ডিনার পার্টিতে অংশ নেন তিনি।

এই ডিনারে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় ঐতিহ্য মেনে সহরী পাতায় পরিবেশিত খাবার। মোদি বলেন, “এখানকার পরিবারগুলি বিভিন্ন উৎসব ও বিশেষ অনুষ্ঠানে এই ধরণের পাতা ব্যবহার করেন, এটি তাঁদের ঐতিহ্যের অংশ।”

এই উপলক্ষে মোদি উপহার দেন রাম মন্দিরের একটি রেপ্লিকা, সরযূ নদীর পবিত্র জল, এবং প্রয়াগরাজের মহাকুম্ভের জল—যা দুই দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

ভারতীয় বংশোদ্ভূত মানুষদের উদ্দেশে মোদি বলেন, “আপনারা শুধু প্রবাসী নন, বরং ভারতের চিরন্তন সংস্কৃতির বার্তাবাহক।” তিনি তাঁদের অবদানের প্রশংসা করে জানান, ভাষা, উৎসব ও খাদ্যাভ্যাসের মাধ্যমে আজও তাঁরা ভারতের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছেন।

ত্রিনিদাদের প্রধানমন্ত্রী মোদিকে “পরিবর্তনের দূত” বলে অভিহিত করেন এবং এই সফরকে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *