মেট গালায় হেঁটে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনাম কাপুর, আলিয়া ভাট প্রমূখ। এবার নবতম সংযোজন কিয়ারা আডবানী। গত বছর যদিও তিনি রেড সি ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে ভারতের হয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব করেছিলেন। এবার মেট গালার রেড কার্পেটে নজর করবেন অন্তঃসত্ত্বা কিয়ারা আডবানী।
প্রত্যেক বছর নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে এই ঐতিহ্যবাহী মেট গালা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ মে থেকে শুরু হবে এই অনুষ্ঠান। বিশ্বের সকল নামী ব্র্যান্ড, ডিজাইনার , মডেলদের এখানে দেখা যায়। এবছর মেট গালার থিম “কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে সুপার ফাইন টেইলারিং ব্ল্যাক স্টাইল” সাজ পোশাকে রেড কার্পেটে হাঁটবেন তারকারা। কিয়ারা সাজবেন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে।

ইতিমধ্যেই অভিনেত্রী নিউইয়র্ক পৌঁছে গিয়েছেন। অন্তঃসত্ত্ব হলেও কাজে কোন খামতি নেই তার। নিউইয়র্ক পৌঁছে তার সোশ্যাল মিডিয়ার সাইটে স্টোরিতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।