রানিবাঁধে বেসরকারি যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম হারাধন মন্ডল, বয়স ৩৬ বছর। বাড়ি বাঁকুড়ার ওন্দা ব্লকের বেনাজিরা গ্রামে। শুক্রবার বিকেল নাগাদ রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার রাজ্য সড়কের ওপর কাটিয়াম গ্রামের কাছে ঝিলিমিলি দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও আরোহী। খবর পেয়ে রানিবাঁধ থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহত হারাধন মন্ডলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। বাসটি আটক করে রানিবাঁধ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেলে পাঠানো হয়েছে।