এক সাংবাদিককে বাংলা ভাষায় প্রশ্ন করায় ধমক দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইয়ে মালিক ছবির প্রচারে গিয়ে এক সাংবাদিক বাংলা ভাষায় প্রশ্ন করলে তিনি কড়া সুরে বলেন, “আপনি বাংলা বলার দরকার কী?”—এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয় এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রসেনজিতের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বলেন, বাংলার মতো গর্বের ভাষাকে অপমান করেছেন অভিনেতা, আবার কেউ স্মরণ করিয়ে দেন যে এক সময় তিনি নিজেই বিদেশে পড়া ছেলেকেও বাংলাভাষা শেখানোর গুরুত্ব দিয়েছিলেন।
ঘটনার জেরে রবিবার রাতে প্রসেনজিৎ ক্ষমা চেয়ে বলেন, “আমি কখনও চেয়েও কাউকে আঘাত দিইনি। যদি কেউ আমার কথায় আহত হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে, আমি নিজেই প্রচণ্ড আঘাত পেয়েছি পুরো ঘটনায়।”

অনেকে এই ঘটনার সঙ্গে একই মঞ্চে উপস্থিত অভিনেতা রাজকুমার রাওয়ের আচরণ তুলনা করেছেন। তিনি ওই একই প্রশ্নের উত্তর হিন্দিতে দেন এবং সাংবাদিককে সম্মান দিয়েই সাড়া দেন। সেই সৌজন্য ভঙ্গিমাই দর্শকদের নজর কেড়েছে।
এখন দেখার বিষয়, এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে প্রসেনজিতের জনপ্রিয়তায়, বিশেষ করে বাংলাভাষী দর্শকদের মধ্যে।