রক্ত ঝরার ছবিও দেখতে হল সংসদকে। অমিত শাহের বক্তব্যকে ইস্যু করে মকরদ্বারের সামনে চলছিল বিজেপির প্রতিবাদ। সেখানেই মিছিল করে পৌঁছয় বিজেপি। সেখানেই ধাক্কা পাল্টা ধাক্কাধাক্কির অভিযোগ। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর ধাক্কায় জখম বিজেপির প্রতাপ চন্দ্র সারঙ্গী ও মুকেশ রাজপুত।
রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় বিজেপি। মহিলা বিজেপি সাংসদ ফাংগন কোনিয়াকে হেনস্থার অভিযোগ উঠেছে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে।
চুপ নেই কংগ্রেসও। বিজেপির পুরুষ সাংসদদের পেশিশক্তি প্রয়োগ নিয়ে চলল আস্ত সাংবাদিক বৈঠক। মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা, কংগ্রেসের উপর হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিরোধী সাংসদদের। চিঠিতে সই তৃণমূল থেকে এনসিপি সাংসদদের
গৌতম আদানির প্রসঙ্গ ধামাচাপা দিতে চাইছে বিজেপি। অমিত শাহের ইস্তফা চেয়ে সরব লোকসভার বিরোধী দলনেতা
ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় আম্বেদকরকে। তাকে নিয়ে বাকবিতণ্ডায় রক্ত ঝরল গণতন্ত্রের পীঠস্থানে।