প্রায় আধ ঘণ্টার উপর বন্ধ বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। মাঝেরহাট লোকালের দাবিতে অশোকনগর স্টেশনে রেল অবরোধ। আপ ডাউন ট্রেনের মাঝে বসে পড়েন যাত্রীরা। সকাল ৮টা থেকে শুরু হয়ে অবরোধ। ব্যস্ত সময়ে তুঙ্গে যাত্রী ভোগান্তি।
পরবর্তীতে যাত্রীদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। বিশাল উত্তেজনা অশোকনগর স্টেশনে। এক যাত্রীর মাথাও ফেটেছে বলে সূত্রের খবর।