শিয়ালদহ স্টেশনে অবৈধ দোকান সরাতে উচ্ছেদ অভিযান রেলের

Spread the love

শিয়ালদা স্টেশন। ব্যস্ততম স্টেশন। এই স্টেশন সংলগ্ন এলাকায় বহু বেআইনি দোকানের অভিযোগ। সেইসব দোকান সরাতে উদ্যোগী রেল।

শিয়ালদহ রেলওয়ে স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হল। এর উদ্দেশ্য ছিল অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা। এই দোকানগুলি যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করছিল বলেই রেলের তরফে জানানো হয়েছে। পাশাপশি এই দোকানগুলি এলাকার নিরাপত্তায় সমস্যা তৈরি করছিল। এই উচ্ছেদ অভিযানটি যৌথভাবে রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) কর্মী, বাণিজ্যিক বিভাগ এবং স্টেশনের কর্মীরা পরিচালনা করেন।


দীর্ঘক্ষণ এই উচ্ছেদ অভিযান চলে। এই সময়কালে স্টেশন চত্বরে, প্ল্যাটফর্মেও একাধিক অবৈধ দোকানপাট সরানো হয়। উচ্ছেদ অভিযানটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবেই চলে। ফলে যাত্রী চলাচলে কোনও সমস্যা হয়নি।

শিয়ালদহ স্টেশনে অবৈধ দোকানপাট, দীর্ঘদিনের একটি সমস্যা ছিল বলেই মনে করছে রেল। যা ভিড়ের সময় অথবা দ্রুত ট্রেন ধরার সময়, যাত্রীদের জন্য বড় অস্বস্তি সৃষ্টি করছিল পাশাপাশি, বৈদ্যুতিন সংযোগ ব্যবহার করার কারণে এগুলি অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি করছিল। সম্প্রতি শিয়ালদহের একটি মোমোর দোকানে আগুনও লেগেছিল। ফলে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতেই এই অভিযান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *