গতবারের চ্যাম্পিয়ন এইবার ফ্লপ। ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারালো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়েছে আরসিবি।
শনির সকাল থেকেই বৃষ্টিভেজা ইডেন। মাঠের চেহারা বদলে গেছে। ইডেনে স্বভাবত বেশি রান উঠতে দেখা যায় না। টসে হেরে কলকাতা পায় ব্যাটিং। ৮ উইকেট খুইয়ে কেকেআর তোলে ১৭৪ রান। ক্যাপ্টেন রাহানের বাটে আসে ৫৬ রান। ৪৪ করেন সুনীল নারিন। ক্রুনাল পান্ডেয়া ৩ উইকেট নেন ২৯ রান দিয়ে।
বিরাটদের লক্ষ্য ছিল ১৭৫ রান। বিরাট কোহলি এবং ফিল সল্টের ওপেনিং পার্টনারশিপে ওঠে ঝড়। ৫৬ রান করে আউট হন ফিল। রজত পাতিদারের ব্যাটে বের হয় ৩৪ রান। শেষ পর্যন্ত ঢালের মতো দাঁড়িয়ে ছিলেন। ৩ টি সিক্সার, ৪টি চার মেরে ৫৯ রান করে নটআউট ছিলেন বিরাট। হাতে সাত উইকেট রেখেই কলকাতায় দাঁড়িয়ে কলকাতাকে হারালো ব্যাঙ্গালোর। জয় দিয়ে শুরু করলেন বিরাটরা। নেতৃত্বে রজত পাতিদার।