ইদের আনন্দ ফিকে। পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের। সোমবার ইদ ছিল। মঙ্গলবার ছিল তার রেশ। ইদের আনন্দ পালন করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। নিমেষেই সব শেষ।মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে।
বাইক নিয়ে ডাকবাংলা দিক থেকে ফারাক্কার দিকে ১২নম্বর জাতীয় সড়কে এক শিশু সহ চারজনকে পিষে দিলো ডাম্পার। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সামসেরগঞ্জের ডাকবাংলা জামিয়া কাটানে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও একজনকে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার জেরে বিক্ষুব্ধ সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘক্ষণ ধরে। ওভারলোড ডাম্পার গাড়ির দ্রুত গতিতে যান চলাচলের কারনেই এই পথ দুর্ঘটনার স্বীকার হয়েছেন চারজন বলেই অভিযোগ করেন বাসিন্দারা।
জানা গিয়েছে, দুটি মটর বাইকে চেপে এক শিশু সহ চার জন ইদের আনন্দ উপভোগ করতে জাতীয় সড়ক ধরে বাইক রাইডিং করছিলেন। আর তখনই ডাম্পার এসে দুটি মটর বাইকে পিষে দেয়।