মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিয়ম অনুযায়ী কোন অনুষ্ঠানে জোরে মাইক চালানো যায় না। কিন্তু বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠান আগামী রবিবার ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই জেলা পুলিশ তার অনুমোদন দেয়নি। এরপরেই আরএসএস বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অনুমতি চাওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানি বলে জানা গিয়েছে। আরএসএস নেতা মোহন ভাগবত সংগঠনিক দুর্বলতা খুঁজে সমাধানের রাস্তা বের করতে রাজ্যে সফরে এসেছেন। বেশ কয়েকদিন তিনি কলকাতায় থাকবেন এবং সদস্যদের সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সুচি অনুযায়ী বর্ধমানের সাই কমপ্লেক্সে আগামী রবিবার তার একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধান অতিথি মোহন ভাগবত।
কিন্তু মহকুমা শাসক জানান, যেখানে অনুষ্ঠান তার সামনেই রয়েছে একটি স্কুল। মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে। তাই মাইন্ড বাজিয়ে অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া যাবে না।
এর পরিপ্রেক্ষিতে আরএসএস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ওয়াকিয়া হল মহল যদিও মনে করছে কয়েকটি শর্ত সাপেক্ষে আরএসএস বর্ধমান এ অনুষ্ঠান করার অনুমতি পেতেও পারে