পুদুচেরির তরুণ মডেল ও রঙবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ সান র্যাচেল (আসল নাম শংকরপ্রিয়া) আত্মহত্যা করেছেন। মাত্র ২৬ বছর বয়সে তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মডেলিং ও সোশ্যাল মিডিয়া দুনিয়ায়।
জানা গেছে, ৫ জুলাই তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন এবং ১২ জুলাই জিপমার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, তাঁর মৃত্যুর জন্য কাউকে দোষী করা যাবে না।
সান র্যাচেল “মিস ডার্ক কুইন তামিলনাড়ু ২০১৯” ও “মিস পুদুচেরি ২০২০–২১” খেতাব অর্জন করেছিলেন। পাশাপাশি, তিনি আন্তর্জাতিক মঞ্চে ‘Miss Africa Golden 2023’-এ ভারতকে প্রতিনিধিত্ব করেন। রঙবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তিনি নিজেই একটি গ্রুমিং প্রতিষ্ঠানও চালু করেন, নাম ‘Rose Noire Fashion Grooming’।
তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি মানসিক চাপে ভুগছিলেন তিনি। নিজের কিছু ইভেন্ট আয়োজনের জন্য নেওয়া ঋণের বোঝাও ছিল তাঁর উপর।
এই ঘটনাটি রঙবৈষম্য, মানসিক স্বাস্থ্য এবং সমাজের চাপ নিয়ে আরও নতুন করে ভাবনার দরজা খুলে দিল।