সন্দেশখালির বাদশাহ শাহজাহান এবার হাইকোর্টের দ্বারস্থ। আগামীকাল শুনানির সম্ভাবনা

Spread the love

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবার সন্দেশখালির বাদশাহ শেখ শাহজাহান। সিবিআই মামলায় জামিন পেতে মরিয়া তিনি। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের ৫ই জানুয়ারি ঘটনার সূত্রপাত হয়। ইডি আধিকারিকরা সেদিন সকালে শাহজাহানের বাড়িতে যান। শাহজাহানের দুটি নম্বরে বারবার চেষ্টা করা হয় তার সাথে যোগাযোগ করবার জন্য। নম্বর দুটি দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি ফোন ধরেন শাহজাহান। ইডির নাম শুনে ফোন কেটে দেন। কমপক্ষে ২ থেকে ৩ হাজার লোক মুহুর্তের মধ্যেই জড়ো হয়ে যান এবং ইজি আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। ইডি আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। এরপরেই সন্দেশখালি হাতছাড়া হয় শেখ শাহজাহানের।

প্রায় ৫৫ দিনের মাথায় গ্রেপ্তার হন শেখ শাহাজাহান। মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআই কে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা।

সেই মামলা থেকে জামিন পেতেই এবার হাইকোর্টের ব্যবস্থা হলেন সন্দেশখালির বেতাজ বাদশা। আগামীকাল বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *