দুর্নীতিতে অভিযুক্ত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে বাধা এলাকাবাসীর। বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন একাংশের এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলের। এলাকাবাসীর অভিযোগ সুকান্ত সুর নামে এক শিক্ষক অন্য স্কুল থেকে বদলি হয়ে জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলে এসেছেন। এর আগে তিনি কৃষ্ণনগর আনন্দবাস প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। কিন্তু ওই স্কুলে থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হয়। আজ তিনি জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলে যোগদান করতে গেলে এলাকাবাসী স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এবং তাকে স্কুলে ঢুকতে বাধা দেন। স্থানীয়দের দাবি এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সে কারণেই এই স্কুলেও যাতে নতুন করে দুর্নীতির ঘটনা না ঘটাতে পারেন সেই কারণেই তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত শিক্ষক।