ভিড়ে আর কষ্ট নয়, বয়স্ক নাগরিকদের জন্য ট্রেনে থাকছে আলাদা কামরা! রেলের বড় সিদ্ধান্ত

Spread the love

ভারতীয় রেল এবার বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। দীর্ঘদিন ধরে সিনিয়র সিটিজেনদের একাংশ অভিযোগ জানিয়ে আসছিলেন যে, ট্রেনে যাতায়াত করতে গিয়ে তাঁদের ভিড়, সিট না পাওয়া, ধাক্কাধাক্কির মতো সমস্যার সম্মুখীন হতে হয়। রেলমন্ত্রক সেই সব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার আলাদা কামরার পরিকল্পনা করছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শুরুতে কিছু নির্দিষ্ট দূরপাল্লার ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। সফল হলে ধাপে ধাপে অন্যান্য ট্রেনেও তা চালু করা হবে। এই কামরায় শুধু ষাটোর্ধ্ব যাত্রীরা উঠতে পারবেন। তাঁদের চলাফেরা সহজ করতে প্রশস্ত দরজা, প্রয়োজন হলে হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প এবং বসার সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি তাঁদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

রেলমন্ত্রকের দাবি, অনেক সময় দেখা যায়, বয়সজনিত কারণে অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করতে বাধ্য হন বা ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আহত হন। সেই সমস্যা এড়াতেই এই পরিকল্পনা। এই উদ্যোগের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের ট্রেনযাত্রা আরও সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।অনেকেই মনে করছেন, এই উদ্যোগ রেলের সামাজিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হলে দেশের লক্ষ লক্ষ বয়স্ক যাত্রীর ভরসার জায়গা হবে ভারতীয় রেল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *