আজ, ১৯ মে ২০২৫, শর্মিলা ঠাকুর কানে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। তিনি সিমি গারেওয়ালের সঙ্গে সঙ্গী হয়ে সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের কাল্ট ক্লাসিক ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ এর ৪কে রিস্টোরড সংস্করণের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত হন। এই প্রদর্শনী কানে ক্লাসিক্স বিভাগে অনুষ্ঠিত হয়।উল্লেখযোগ্য যে, মূল ছবিতে শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল অভিনয় করেছিলেন। এই সংস্করণটির রিস্টোরেশনের দায়িত্বে ছিলেন হলিউড পরিচালক ওয়েস অ্যান্ডারসন, যিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শর্মিলা ঠাকুর সবুজ শাড়ি পরে আসেন এবং তার সঙ্গে ছিলেন তার কন্যা সাবা পাটৌডি, যিনি একজন জুয়েলারি ডিজাইনার। অন্যদিকে, সিমি গারেওয়াল সাদা গাউন পরিধান করে অনুষ্ঠানে অংশ নেন।এই অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়ালের উপস্থিতি ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতির এক সুন্দর প্রতীক হয়ে দাঁড়িয়েছে।‘অরণ্যের দিনরাত্রি’ সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য এবং এর ৪কে রিস্টোরেশন কানে প্রদর্শিত হওয়া ভারতীয় সিনেমার জন্য গর্বের বিষয়।
শর্মিলা ঠাকুর আজ কানে চলচ্চিত্র উৎসবে উপস্থিত
