দিঘার রথ আসলে কসবা সংস্করণ, রথের দিনে তীব্র আক্রমণ শুভেন্দুর! পুরীর প্রসাদ বিলিয়ে মমতাকে খোঁচা

Spread the love


দিঘা যেন হঠাৎ রথযাত্রার কেন্দ্রবিন্দু! তৃণমূল কংগ্রেসের রাজকীয় আয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাজির ছিলেন শুক্রবার দীঘার রথ উৎসবে। কিন্তু উৎসবের আবহেই ছুরি চালালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার দিঘার এক অনুষ্ঠানে তিনি কটাক্ষ করে বলেন, “এটা রথ নয়, এটা কসবার রেপ্লিকা! ওরা ধর্ম নিয়ে নাটক করছে, আমরা আসল ভক্তির পথে হাঁটছি।” এরপর পুরীর জগন্নাথ মন্দির থেকে আনা প্রসাদ বিলি করেন তিনি নিজে হাতে। জানান, “এটা মন্দির থেকে আনা সত্যিকারের প্রসাদ, কোনও সাজানো মঞ্চের জিনিস নয়।”

তৃণমূলের রথযাত্রাকে তিনি সরাসরি ‘শো পিস’ বলে কটাক্ষ করেন। বলেন, “দিঘার সৈকতে যদি সত্যিকারের রথ হতো, তাহলে এত প্রশাসনিক ঢাকঢোল বাজাতে হতো না। ওটা একটা পলিটিক্যাল শো।”

এখানেই থামেননি তিনি। নাম না করে মুখ্যমন্ত্রীকে বিঁধে বলেন, “পুরীর প্রসাদ চাইলে ওখানে যান, এখানে নাটক না করে। ধর্মকে ব্যবহার করে ভোটের প্রচার বন্ধ করুন।”

শুভেন্দুর এই কটাক্ষের পর, পাল্টা মুখ খোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, “বিজেপির দেউলিয়া রাজনীতি মানুষ বুঝে গেছে। শুভেন্দু এখন রথেও রাজনীতি খুঁজছেন, এটাই প্রমাণ করে ওদের মনের ভয় কোথায়।”

রথযাত্রা উপলক্ষে তৃণমূল বনাম বিজেপি তরজায় উত্তপ্ত হল দিঘার রাজনীতির আকাশ। আপাতত এই কসবা বনাম পুরী প্রসাদ ঘিরেই তুঙ্গে রাজ্য রাজনীতি।



Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *