বছর শেষে বিরাট সাফল্য। শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হল পিএসএলভি সি-৬০ রকেট। রাত ১০টা নাগাদ এই উৎক্ষেপণ হয়। প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। এ ছাড়া রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড। এগুলি অন্তরীক্ষে মহাকাশ ডকিং-এর কাজ করবে। চেজার এবং টার্গেট নামে দুটি মহাকাশযান ভারত থেকে ৪৭০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে একত্রিত হবে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারতই এই উৎক্ষেপণ সফলভাবে করতে পারলো। ২০৩৫ সালের মধ্যে ভারত মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন স্থাপন করতে পারবে বলে আশাবাদী ইসরো।