রথযাত্রায় পুরী দর্শনের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছিল অনেকেরই। টিকিট নেই, ট্রেন নেই—এই হতাশার মধ্যেই স্বস্তির খবর রেলের তরফে। যাত্রীদের কথা ভেবেই রথযাত্রা উপলক্ষে ৭ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
এই সমস্ত ট্রেন শালিমার, সাঁতরাগাছি, হাওড়া-সহ একাধিক স্টেশন থেকে ছাড়বে পুরীর উদ্দেশে এবং ফিরতি পথেও চলবে নির্ধারিত দিনে। রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনগুলিতে আধুনিক কামরা, পর্যাপ্ত আসন ও পর্যবেক্ষণের জন্য আলাদা ব্যবস্থাও থাকবে।
নিচে দেখে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি স্পেশ্যাল ট্রেনের টাইমটেবিল—
শালিমার–পুরী স্পেশ্যাল (08402):
ছাড়বে: ৫ জুলাই রাত ১১:৪৫
পৌঁছবে: ৬ জুলাই সকাল ৮:৩৫
পুরী–শালিমার স্পেশ্যাল (08401):
ছাড়বে: ৮ জুলাই রাত ১১:৩৫
পৌঁছবে: ৯ জুলাই সকাল ৮:১৫
সাঁতরাগাছি–পুরী (08404) ও ফিরতি (08403)
ছাড়বে ৬ ও ৮ জুলাই দুপুরে, পৌঁছবে সন্ধেবেলায়
রেল জানিয়েছে, প্রয়োজন হলে আরও স্পেশ্যাল ট্রেন চালানো হতে পারে।
IRCTC-এর ওয়েবসাইট ও অ্যাপে অনলাইন বুকিং শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি টিকিট কেটে নিন।