বিজেপি কলকাতার নবীনা সিনেমা হলের কাছে রবিবার মিছিল করে। এই মিছিলের জন্য কলকাতা হাইকোর্ট অনেক আগেই নির্দিষ্ট করে দিয়েছিল যে যাদবপুর থানার আগেই শেষ করতে হবে। মিছিলে ৭০০ থেকে ৭৫০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী এই মিছিলে অংশ নিয়েছিলেন।
শুভেন্দু অধিকারী ছাড়াও উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তা মেলান। রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে মিছিলে শুরু হয়। মিছিল এগিয়ে চলে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে, যাদবপুর থানার আগেই এই মিছিল শেষ হয়।
মিছিলে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন। তৃণমূল ও বামদের নিশানা করেছেন শুভেন্দু। বিশ্ববিদ্যালয় অচলাবাস্তার জন্য এদেরকেই দায়ী করেছেন। এছাড়াও ওম প্রকাশ মিশ্র ও ব্রাত্য বসুর গ্রেফতারের দাবিও তোলা হয়েছে মিছিল থেকে।