শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি শহিদ পরিবারকে আর্থিক সহায়তার জন্য দু’লক্ষ টাকার চেক প্রদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলি শেখ। এর পাশাপাশি তেহট্ট মহকুমার আরো তিন জন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন আগে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দিতে নদিয়ায় তেহট্টের জিতপুর মোড়ে বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শহীদ ঝন্টু আলী সেখের বাবা সহ পুলওয়ামা হামলায় শহীদ সুদীপ বিশ্বাস, সীমান্তে পাকিস্তানের গুলিতে শহীদ সুবোধ ঘোষ ও গোলা বিস্ফোরণে নিহত সুকান্ত মন্ডলের পরিবার উপস্থিত ছিলেন। শহিদদের প্রতিটি পরিবারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি তাদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শহিদ ঝন্টু আলি শেখের মরদেহ নিজের গ্রামে নিয়ে আসার পর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বিজেপির কোনও নেতাকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর চর্চা।
তেহট্টে শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুভেন্দু অধিকারীর, পরিবারকে আর্থিক সহায়তাf
