এক ধাক্কায় ৭৪৮টি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এই বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৩রা এপ্রিল পথে নামছে এসইউসিআই। ঐদিন কলকাতার কলেজ স্কোয়ার থেকে মহা মিছিলের ডাক দিয়েছে তারা।
শুধুমাত্র ওষুধের মূল্য বৃদ্ধি নয়, বেকারত্ব ,দুর্নীতি, শিক্ষা, চাকরি এবং আরজিকর ইসুতেও পথে নামছে এসইউসিআই।
সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত হয়েছিলেন রাজ্যসম্পাদক মন্ডলী সদস্য তরুণ কান্তি নস্কর ও সুব্রত গৌড়ি, পলিটব্যুরো ও রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য অমিতাভ চট্টোপাধ্যায়।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাইরে চলেছে। সাথেই রয়েছে বেকারত্ব। এরপর হঠাৎ করেই ৭৪৮ টি ওষুধের দাম একেবারে বেড়িয়ে দেওয়ায় জনগণ বিপদে পড়েছে। মোদি সরকারের এই ওষুধের মূল্য বৃদ্ধির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেসও।