সুপার ভাইজারের মৃত্যু। ২৪ ঘণ্টা ধরে বিক্ষোভ।
লোহা এবং ইস্পালের কারখানায় এক সুপারভাইজার দুর্ঘটনার কবলে। তাঁর মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য। রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের লৌহ ইস্পাত কারখানায় এই ঘটনা। রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত চলে বিক্ষোভ। মৃতদেহ রেখে চলে বিক্ষোভ। মৃতের নাম বিকাশ মুন্ডা। বয়স মাত্র ২১। কাজোড়ার ৫ নম্বর এলাকায় বাড়ি। স্পোর্টসম্যান হিসাবে বিকাশ পার্মানেন্ট চাকরি পেয়েছিলেন দেড় মাস আগে। রবিবার রাত ৮ টা নাগাদ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা ও বাড়ির লোকেরা দফায় দফায় কারখানা চত্বরে বিক্ষোভ দেখায়। দেহ রেখে গেট বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ও আত্মীয় পরিজনরা।
জানা গিয়েছে, রবিবার ওই যুবক যখন কারখানার মধ্যে কাজ করছিলেন তখনই একটি কয়লা বোঝায় ডাম্পার তাকে ধাক্কা মারে। তাদের দাবি শুধুমাত্র নজরদারির অভাবে বারবার এই কারখানা চত্বরে এই ধরনের ঘটনা ঘটছে। যেগুলি কারখানা কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঘটছে বলে দাবি করেছেন তারা। ক্ষতিপূরণের দাবিতে প্রায় ২৪ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।