হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে! প্রায় ২৬ হাজার চাকরি গেলো রাজ্যে

Spread the love

বৃহস্পতিবার একধাক্কায় চাকরি বাতিল। প্রায় সাড়ে ২৫ হাজার শিক্ষক এবং স্কুল শিক্ষা কর্মীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে। হাইকোর্টের ২০২৪ সালের রায় হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। কারণ, যোগ্য অযোগ্য প্রমাণ করবে এমন কোনও খতিয়ানই সুপ্রিম কোর্টে জমা পড়েনি। এই চাকরি বাতিলের প্রভাব পড়তে পারে রাজ্যের একাধিক সরকারি স্কুলে।

তালিকায় মুর্শিদাবাদে ভগবানগোলা। একটি স্কুলে মোট শিক্ষক সংখ্যা ৬১, চাকরি হারিয়েছেন ২১ জন। একই ছবি কোচবিহারের শীতলকুচি গোপীনাথ হাইস্কুল। এই স্কুলে ২৭ জন শিক্ষক। চাকরি হারিয়েছেন সাতজন। এছাড়াও দু’জন গ্রুপ সি কর্মী। পরীক্ষা চলাকালীনই চাকরি হারিয়েছেন তাঁরা।

অনেক স্কুলের প্রধান শিক্ষকদের দাবি, যোগ্য এমনও অনেকেই ছিল তালিকায়। তাঁদের ছাড়া স্কুল কীভাবে চলবে। ক্লাস কীভাবে হবে। আশঙ্কা প্রবল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *