খুচরো বাজারে উচ্ছে ৬০টাকা।চাষীরা ফোড়েদের বিক্রি করছে ১৪ টাকায়।এক জাকিরের উপদ্রবে জীবিকায় টান পড়েছে উচ্ছে চাষীদের।
শঙ্কু সাঁতরা :চাষীরা মার খাচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক মদত পুষ্ট ব্যবসায়ীদের কাছে। এই অভিযোগ দীর্ঘদিন চলে আসার পরও, এখনো পর্যন্ত কোনো ভাবে চাষীদের সেই সমস্যার সমাধান হচ্ছে না। সে রকমই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ,নামখানা উচ্ছে বাজারে। অভিযোগ ,স্থানীয় রাজনৈতিক মদত পুষ্ট এক ব্যবসায়ী উচ্ছে চাষীদের দিনের পর দিন লুট করছে। এই ঘটনায় রীতিমতো…