
IAS স্বপ্ন ছেড়ে সাধু হওয়ার স্বপ্ন দেখছেন আগ্রার কিশোরী, মহাকুম্ভই বদলে দেবে জীবন?
মহাকুম্ভের প্রস্তুতি জোরকদমে চলছে প্রয়াগরাজে। আগামী ১৩ ই জানুয়ারি থেকেই মহাকুম্ভ শুরু হতে চলেছে। তার আগেই বহু সাধু-সন্ততি পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে।এই কুম্ভ মেলাতেই যোগ দিয়েছেন নিজের আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পরিত্যাগ করা উত্তর প্রদেশের আগ্রার একটি কিশোরী। গত মাস থেকেই জুনা আখড়ার কৌশল গিরি মহারাজের আমন্ত্রণে মেয়েটি তার বাবা-মা ও ছোট বোনের সঙ্গে মহাকুম্ভ ক্যাম্পে…