ROHIT SHARMA: বাবা হলেন রোহিত?
পিতৃত্বকালীন ছুটিতে রোহিত শর্মা। দীর্ঘদিন এমনই খবর ঘুরেছে সংবাদ মহলে। বর্ডার-গাওয়াসকর ট্রফিতেও থাকছেন না রোহিত। এইসব খবরের মাঝেই নয়া উত্তেজনা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদেহ। অর্থাৎ ফের বাবা হলেন হিটম্যান? আপাতত, নানা মহলে এমনই গুঞ্জন শুরু হয়েছে। ২০১৮ সালে কন্যা সন্তান ঘর আলো করে রোহিত-ঋতিকার। আর এরপরই ২০২৪!