
৮ লক্ষ টাকার জন্য খুন হতে হল ব্যবসায়ীকে । গিরিশ পার্কে খুন। ২ অভিযুক্ত গ্রেফতার।
রক্তিম ওঝা: উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় ব্যবসায়ীকে খুন করে ট্রলি ব্যাগে তাঁর দেহ ভরে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। কল্যাণীর এক্সপ্রেসওয়ের উপর ট্রলির ভেতরে দেহ উদ্ধারের ঘটনায় এমনি তোশমঠ পেলো পুলিশ । ইতিমধ্যেই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কিছুদূরে একটি বাড়ি থেকে গ্রেপ্তার এই ঘটনার এক অভিযুক্ত । তদন্তে জানা গিয়েছে খুন হওয়া ওই ব্যক্তির পরিচয় ও…