
HMPV: নয়া চিনা ভাইরাসে আতঙ্ক ভারতে?
নতুন চিনাভাইরাস হিউম্যান মেটারনিউমোভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে যুক্ত একজন শীর্ষ আধিকারিক। তবে হেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল শ্বাসযন্ত্রে যেকোনো ধরনের সংক্রমণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। HMPV সংক্রান্ত বিভিন্ন রিপোর্টের দাবী করা হয়েছে, অনেকটা কোভিড ১৯-এর মতোই। আর সেটাই আতঙ্কের কারণ…