DEEPIKA PADUKONE: নভেম্বরে বিবাহবার্ষিকীর উষ্ণ শুভেচ্ছা
দেখতে দেখতে ৬টা বছর কেটেছে। কোলে ছোট্ট দুয়া (DUA PADUKONE SINGH)। রণবীর সিং-কে বিবাহবার্ষিকীতে শুভেচ্ছাবার্তা দীপিকা পাডুকোনের। নভেম্বরে বিবাহবার্ষিকীর উষ্ণ শুভেচ্ছাবার্তা। ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা লিখছেন, ”স্বামী কাজের উদ্দেশ্যে রওনা হতেই, আমি ওর দিকে যাই। ওঁর শরীরের গন্ধ এবং উষ্ণতা অনুভব করি।” সদ্য কোল আলো করে এসেছে কন্যা। তাই এবারের বিবাহবার্ষিকীটা অন্য আবেগের। এবারের আদরে মাখা…