
আবার রেলে দুর্ঘটনা, পিষে মৃত্যু হল রেল কর্মীর!
ফের দুর্ঘটনার কবলে রেল। পূর্ব রেলের আসানসোল ডিভিশন এর মৃত্যু এক রেল কর্মীর। কোচ পরীক্ষা করার সময় হঠাৎই ছেড়ে দেয় ট্রেন। স্টেশন ও কোচের মাঝে পিসি মারা গেলেন রেলের গ্যারেজ এন্ড ওয়াগণের কর্মী সুভাষ মণ্ডল। দিল্লি গোড্ডা ডাউন এক্সপ্রেস আসার সময় আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসি সিক্স কোচ পরীক্ষার জন্য কোচটির নিচে যান সুভাষ…