
Guillain-Barre Syndrome- দেশে প্রথম গুলেন বারির বলি? পশ্চিমবঙ্গেও আক্রান্তের খোঁজ!
মহারাষ্ট্রে GBS -এ আক্রান্তের সংখ্যা শতাধিক। অন্তত অর্ধশতাধিকের অবস্থা সঙ্কটজনক। ১ জনের মৃত্যুও হয়েছে। চিকিৎসকদের অনুমান, ভাইরাস থেকেই ছড়াচ্ছে রোগ। এক সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ২ জন শিশু GBS -এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। বিভিন্ন চিকিৎসক মহলের মতে, গুলেন বারি জটিল রোগ যা আচমকা আক্রমণ করে শরীরে। শরীর অসাড় হওয়া…