
অনীক এবং অনীশ, একই নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের নবম স্থান অধিকারী রামকৃষ্ণ মিশনের দুই যমজ ভাই
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র, অনীশ বারুই ও ও তার ভাই অনীক বারুই। এদের জন্মের ব্যবধান ২৫ মিনিট। মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে চতুর্থ হয়েছিল অনীশ। তার থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছিল অনীক। উচ্চমাধ্যমিকেও তাদের জুড়ি মেলা ভার। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের সাফল্য এল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই। এবার দুই ভাই…