
দিল্লীতেশুভেন্দু,সুকান্তরা। এ রাজ্যে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে আসছে কে? দিলীপ কি যূথী অনাঘ্রাতা?
নিজেদের মাঠে খেলছে বিজেপি।সেটা এ বঙ্গে। ১৭ই মার্চ শুভেন্দু অধিকারী ও এই বাংলার সাংসদ সৌমিত্র খাঁ দেখা করলেন অমিত শাহর সঙ্গে।তবে সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।এত জনের শাহী মুলাকাত নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে রীতিমত শোরগোল পড়ে গেছে । ২৬শের ভোটের আগে গুরুত্বপূর্ণ,পশ্চিম বঙ্গ বিজেপির, রাজ্য সভাপতি কে হবেন?রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এই মুহূর্তে…