
কলকাতা থেকে শিক্ষা নিচ্ছে জলপাইগুড়ি?
কলকাতায় আগুন। মেছুয়াপট্টির হোটেলে আগুন লাগার ঘটনায় ১৫ জনের মৃত্যু। এর থেকে শিক্ষা নিচ্ছে প্রায় ৬০২ কিলোমিটার দূরের জেলা। জলপাইগুড়ি। দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক রাখতে হবে। সেই সঙ্গে নিয়ম করে মক ডিল ও করতে হবে জলপাইগুড়ি র প্রতিটি হোটেল রেস্তোরাঁ কে।মক ডিলে হোটেল রেস্তোরাঁ গুলো কে সহযোগিতা করবে দমকল।কলকাতার মেছুয়া বাজারের অগ্নিকান্ডের ঘটনার পর…