
ভেজ খাবার নবরাত্রিতে অর্ডার করে পেলেন ননভেজ খাবার, সুইগির বিরুদ্ধে এমনটাই অভিযোগ এক খদ্দেরের
সুইগির নামে অভিযোগ করেছেন এক মহিলা। নাম ছায়া শর্মা। নবরাত্রি চলাকালীন তিনি অর্ডার করেছিলেন ভেজ বিরিয়ানি। তিনি সম্পূর্ণ নিরামিষাসী। ছুঁয়েও দেখেন না আমিষ। কিন্তু নবরাত্রিতে সুইগিতে অর্ডার করা খাবার মুখে তুলেই বুঝতে পারেন এটা ভেজ নয়, ননভেজ বিরিয়ানি। অভিযোগকারী পুরো ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে…