
খড়দা থানা এলাকায় কুপিয়ে খুন! TMCP নেতার প্রাণ গেল কার হাতে?
খড়দা টিটাগড় চত্বরে কান পাতলে শোনা যায়, এই এলাকায় বিরোধী দল বলে কিছু নেই। যা আছে তার সবটাই তৃণমূল কংগ্রেস। অনেকে আবার বলেন, তৃণমূল যেমন এই এলাকাগুলোয় একক সংখ্যাগরিষ্ঠ, ঠিক তেমনি তৃণমূলই তৃণমূলের বিরোধী। হোলির দিনে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল খড়দা থানায় এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক তথা কর্মী আকাশ চৌধরী ওরফে অমর। বয়স ২৪।…