
কাকদ্বীপ শহরে রাতের অন্ধকারে ভরাট হচ্ছে পুকুর। বিধায়কের নাকের ডগায় হলেও, তিনি বলছেন ‘খোঁজ নিয়ে দেখছি।’
ভূ -বিজ্ঞানীরা বলছেন মাটির নিচে জল স্তর প্রতি বছরই কয়েক ইঞ্চি করে নামছে। যার ফলে, চাষ যোগ্য মাটিতে মাটির উষ্ণতা এতটাই থাকছে। যাতে চাষের গাছ মারা যাচ্ছে। ক্ষতি হচ্ছে চাষীদের। প্রতিটি এলাকাতে জলাশয় কমছে। কাণ্ড জ্ঞানহীন কিছু মানুষ প্রতিদিনই কুকুর ভরাট করছে। প্রতি বারই বিভিন্নভাবে অভিযোগ পাওয়া যায়। এও অভিযোগ ,এলাকার রাজনৈতিক নেতা-নেত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা…