
রাম চরণের ছবির সেটে হঠাৎ ট্যাঙ্ক ফেটে বন্যা! জলে ডুবে গেল গোটা ইউনিট, আহত বহু
জলের দৃশ্য রিল-লাইফেই থেকে যেত, কিন্তু রাম চরণের নতুন ছবির শুটিংয়ে তা বাস্তব হয়ে ধেয়ে এল স্টুডিয়োতে। বিশাল জলাধার তৈরি করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের জন্য। ট্যাঙ্ক ভরা ছিল কয়েক হাজার লিটার জল। হঠাৎই বিকট শব্দে ফেটে যায় সেই ট্যাঙ্ক।যেন একসঙ্গে ভেঙে পড়ল বাঁধ। বিশাল জলরাশি তছনছ করে দিল গোটা সেট। জলে ডুবে গেল…