
ফের মালবাহী গাড়ির ওভারলোডের ফলে এয়ার পোর্টের মত গুরুত্ব পূর্ণ রাস্তায় যানজট।প্রশ্ন ট্রাফিকের ভূমিকা নিয়ে।
এখনো ওভারলোড নিয়ে মালবাহী গাড়ির দৌরাত্ম চলছেই।আজ সকালে বারাসাত থেকে কলকাতা গামী পিকআপ ভ্যান দমদম এয়ারপোর্ট ,আড়াই নম্বর গেটে দমদম বিমানবন্দর ঢোকার রাস্তায় ,হাইট বারে ধাক্কা মেরে আটকে যায়। দীর্ঘ চেষ্টা করে গাড়িটিকে অনেকক্ষণ যাবৎ সরানো যায়নি। যারফলে যান বিশাল জটের সৃষ্টি হয়। যশোর রোড ও দমদম বিমানবন্দরে ঢোকার রাস্তায় । আজ সকাল সাড়ে আটটা…