
শুভাংশুদের নিয়ে সফল ‘স্প্ল্যাশডাউন’, প্রশান্ত মহাসাগরে নামল স্পেসএক্স-এর ‘গ্রেস ড্রাগন’! আইএসএস অভিযান শেষে ফিরলেন ভারতীয় নভশ্চর
অবশেষে পৃথিবীর বুকে প্রত্যাবর্তন। টানা ১৮ দিনের মহাকাশ অভিযান শেষে নিরাপদে ফিরে এলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার শুভাংশু শুক্লা ও তাঁর তিন সঙ্গী নভশ্চর। সোমবার ভারতীয় সময় বিকেল ৩টা নাগাদ প্রশান্ত মহাসাগরের জলে সফলভাবে অবতরণ করে স্পেসএক্সের ‘গ্রেস ড্রাগন’ ক্যাপসুল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে আনডক করার প্রায় ২২ ঘণ্টা পর এই সফল স্প্ল্যাশডাউনকে কেন্দ্র…