
সোনার গহনা থেকে আরম্ভ করে রুপোর গহনা…সেই সমস্ত গহনা খুলে নিয়ে গেছে
নিজস্ব প্রতিনিধি (দক্ষিণ ২৪ পরগনার) : ১০০ বছরের পুরনো মন্দির। এলাকার মানুষজন তাদের গ্রামের আদি দেবতা বলেই মানেন। সেই মন্দিরে পুজো দিয়ে প্রচুর মানুষের মনস্কামনা পূরণ হয়েছে ,বলে দাবি করেন সবাই। তাই ঠাকুরকে সোনার গহনা থেকে আরম্ভ করে রুপোর গহনা প্রণামী বক্সে টাকা, খুশি হয়ে দিয়ে যেতেন। যেহেতু ঠাকুরের গায়ে গহনা পরিহিত রয়েছে। তাই কেউ…