VIRAT KOHLI: পাশ করলেন বিরাট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ নভেম্বর থেকে টেস্ট সিরিজে নামছে ভারত। ইতিমধ্যেই পার্থে চলছে অনুশীলন। তার আগেই ভারতীয় ক্রিকেটের কপালে ছিল চিন্তার ভাঁজ। যা কাটলো শুক্রের সকালে। ফিটনেসে পাশ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য এক্কেবারে ফিট বিরাট। ২০১৪-২০১৫ সালে কোহলির সর্ব সেরা ব্যাটিং দেখেছিল বিশ্ব। ৮৬.৫০ অ্যাভারেজে ৬৯২ রান করেছিলেন বিরাট। পুরনো বিরাট কি ফিরবেন…