Sports Review: কৌশলে-ব্যাটে সমতা, মেগের অভিজ্ঞতা – গুজরাটকে ধুলোর মতো উড়িয়ে দিল দিল্লি

শুরুতে ঝড়ের গতিতে রান করেছে গুজরাট। তবে পাওয়ারপ্লের শেষ ওভার থেকেই রাশ টেনেছে দিল্লি। মেগ ল্যানিনের অভিজ্ঞতার সামনে ধোপে টিকল না উত্তরপ্রদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির ক্যাপ্টেন। শুরুতে কিরণ নবগীরে ও বৃন্দা দীনেশের পার্টনারশিপের পর আর কেউ দাঁড়াতে পারেনি ক্রিজে। অ্যানাবেলের বোলিংয়ের পরই ধসতে থাকে উত্তরপ্রদেশ। শেষের লাইন আপের ঠেলায় ১৬৬ পর্যন্ত পৌঁছয়…

Read More