তেহট্ট মহকুমা হাসপাতালে। নদিয়ায়। সেখানে শিশু বিভাগের চিকিৎসাধীন ৯ শিশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছড়ায় উত্তেজনা। ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে রোগীর পরিবারের। হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ, উত্তেলনা। হাসপাতাল ও রোগীর পরিজনের দাবি, সোম বড় হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসারত শিশুদের মধ্যে হঠাৎই জ্বর ও কাঁপুনির উপসর্গ দেখা যায়। একইসঙ্গে ৯ শিশুর একই উপসর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর অসুস্থতার কারণে দুই জনকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশু পরিবারের অনুমান, হাসপাতালে চিকিৎসার সময় ব্যবহৃত কোনও ওষধ বা ইঞ্জেকশন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এরপরেই ওই শিশুদের পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, কী কারণে একই সঙ্গে এই ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখবে হাসপাতাল।
শিশুদের ভুল ইঞ্জেকশন? তেহট্টে উত্তেজনা
